ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লংগদুতে আ’লীগের দু’নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
লংগদুতে আ’লীগের দু’নেতার পদত্যাগ

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় আওয়ামী লীগের দুই নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন- লংগদু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম মেম্বার ও জাতীয় শ্রমিক লীগের লংগদু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (কমল)।

শুক্রবার (১২ জুলাই) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, আমরা দুই জনের পদত্যাগপত্র পেয়েছি।

পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হবে। জেলা কমিটি যে সিদ্ধান্ত দিবেন সেটাই হবে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের কাছে দুই নেতা স্ব-স্ব স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে উপজেলা শাখা কমিটির পদ ও দলের প্রাথমিক সদস্যের পদ থেকে পদত্যাগ করেন।  

পদত্যাগপত্র জমাদানকারী দুই নেতাই উপজেলার ৬ নম্বর মাইনীমুখ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিয়েছে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ