ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে: রানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে: রানা

গোপালগঞ্জ: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা বলেছেন, আমার নামে মিথ্যা মামলার দেয়ার কারণে আমি দীর্ঘদিন জেলাখানায় ছিলাম। আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। আমি আইনের মাধ্যমে বের হয়ে এসেছি। ন্যায় ও সত্যের একদিন বিজয় হবেই।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষ সাংবাদিকদের এ তিনি কথা বলেন।

রানা বলেন, আমার বাবা একজন ভালো মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনাকে দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি নেত্রী একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি বিশ্বাস করি আমার বাবা আমার চেয়ে ভালো দায়িত্ব পালন করছেন।

এরআগে তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।  

এসময় তার সঙ্গে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আ ন ম বজরুল করিম রিপন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক তালুকদার শাহাজাহান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহম্মেদ রাজিবসহ তার নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ