ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বান্দরবানে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
বান্দরবানে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

বান্দরবান: বান্দরবানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই মারমাকে (৫০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

সোমবার (২২ জুলাই) সকালে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের শামুক ঝিড়ি এলাকার রুলাইং এলাকায় এ ঘটনা ঘটে।  

মং মং থোয়াই রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরে মং মং মোটরসাইকেলে বান্দরবান সদরে যাচ্ছিলেন। তিনি শামুকঝিরি এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য গুলি চালায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌হিদুল ইসলাম ঘটনার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ‍জুলাই ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ