ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লামায় আ’লীগ নেতাকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
লামায় আ’লীগ নেতাকে গলা কেটে হত্যা

বান্দরবান: বান্দরবানের লামায় আলমগীর সিকদার (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার সরই ইউনিয়নের হাসনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আলমগীর সিকদার লামার সড়ই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

 

স্থানীয়রা জনায়, রাতে বাগানে যাওয়ার সময় ১২-১৫ জন সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে আলমগীরের ওপর হামলা করে। পরে তাকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়রা সন্ত্রাসীদের দুইটি মোটরসাইকেল আটক করলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।  

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বাংলানিউজকে জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এই মুহুর্তে বলা যাচ্ছেনা। মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এরআগে, গত সোমবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই মার্মাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ