ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

২১ আগস্টে নিহতদের স্মরণে রাজশাহীতে আ’লীগের শ্রদ্ধাঞ্জলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
২১ আগস্টে নিহতদের স্মরণে রাজশাহীতে আ’লীগের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী: ২১ আগস্টে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে মহানগরীর কুমারপাড়ায় থাকা দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় দলীয় নেতাকর্মীরা ২১ আগস্ট হামলা মামলার বিচার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা নওশের আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ