ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বরিশালে আ’লীগ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
বরিশালে আ’লীগ নেতা বহিষ্কার

বরিশাল: বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় অবৈধ পলিথিনসহ আটক মহানগর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. নাসিরউদ্দিন ওরফে নাসির কমান্ডারকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ওয়ার্ড দলের সাংগঠনিক সম্পাদকের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহানগর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নাসির কমান্ডার সরকারি আইন অমান্য করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংগঠিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বরিশাল মহানগর আওয়ামী লীগের জরুরি সভায় তার দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে পাঁচ বস্তা অবৈধ পলিথিন শপিং ব্যগসহ নাছির উদ্দিনসহ ২ জনকে আটক করে স্থানীয় ফাঁড়ি পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ