ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ধামরাইয়ে তারেক রহমানের কুশপুতুল দাহ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
ধামরাইয়ে তারেক রহমানের কুশপুতুল দাহ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুশপুতুল দাহ করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাথুলি এক্সেল লোড এলাকায় ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ শেষে এ কুশপুতুল দাহ করা হয়।

ধামরাই উপজেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল বাংলানিউজকে বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান গত কয়েকদিন আগে মিডিয়ার সামনে লন্ডনে বসে প্রজাতন্ত্রের সামান্য কর্মকর্তা জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা বলার মতো ধৃষ্টতা প্রদর্শন করেছেন।

আমরা ধামরাই উপজেলা ছাত্রলীগ তারেক রহমানের কুশপুতুল পুড়িয়ে তার ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানালাম।

এসময় উপস্থিত ছিলেন শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া দিপু, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন উজ্জল, হৃদয় হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ