ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

১০ ডিসেম্বরের মধ্যে আ’লীগের মেয়াদোত্তীর্ণ শাখা সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
১০ ডিসেম্বরের মধ্যে আ’লীগের মেয়াদোত্তীর্ণ শাখা সম্মেলন

ঢাকা: আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সব পর্যায়ের মেয়াদোত্তীর্ণ শাখার সম্মেলন করার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এ নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সারাদেশে দলের জেলা ও মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাংগঠনিক জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন ও ওয়ার্ড’র সব মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সম্মেলন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন।

তিনি রোববার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষে পাঠানো এক পত্রে এই সাংগঠনিক নির্দেশনা দেন।

দেশের সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের কাছে লেখা এ নির্দেশনায় বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ‘গণভবন’এ অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সভায় আসন্ন জাতীয় কাউন্সিল অধিবেশনের আগেই সংগঠনের যেসব শাখা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেখানে সম্মেলন অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্দেশ মোতাবেক আওয়ামী লীগের সাংগঠনিক জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন ও ওয়ার্ড’র সব মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সম্মেলন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

এদিকে বিকেলে ৩টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ