ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দাগনভূঞা উপজেলা আ’লীগের সভাপতি কামাল, সম্পাদক মামুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
দাগনভূঞা উপজেলা আ’লীগের সভাপতি কামাল, সম্পাদক মামুন কামাল উদ্দিন- জয়নাল আবেদিন মামুন

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে কামাল উদ্দিন মাস্টারকে সভাপতি ও জয়নাল আবেদিন মামুনকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় মামুনুর রশিদ মিলন, মো. আলমগীর।

বৃহস্পতিবার  (১৯ সেপ্টেম্বর) দাগনভূঞা আতাতুর্ক স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন।

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজউদ্দৌলা, আক্রাম হোসেন হুমায়ুন, ইফতেখারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট হাফেজ আহম্মেদ, জাহানারা বেগম সুরমা, দিদারুল কবির রতন, শাহজাহান সাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ