ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম, সম্পাদক সোহেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম, সম্পাদক সোহেল ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম, সম্পাদক সোহেল

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্যিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নিজাম উদ্দিন মজুমদারকে দলের সভাপতি ও মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ছাগলনাইয়া উপজেলা কমপ্লেক্স চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহামেদ চৌধুরী নাসিম, জেলা দলের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

সম্মেলন উদ্বোধন করেন জেলা দলের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দলের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, খায়রুল বাশর মজুমদার তপন, অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ, শ্রম বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান মুজিব, দপ্তর সম্পাদক আবদুল বাকী শিমুল, কৃষকলীগের সম্পাদক আবদুল হাই ভুঁঞা, শ্রমিক লীগের সম্পাদক বেলায়েত হোসেন বেলাল মেম্বার, ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন মজুমদার বুলু। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, ফেনী সদর আওয়ামী লীগের সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর মেয়র এম মোস্তফা, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, যুবলীগের সম্পাদক কাজী ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ