ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ৯ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ৯ জুয়াড়ি আটক

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতার বাড়িতে অভিযান চালিয়ে নয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে জুয়ার সামগ্রী ও ৪৯ হাজার টাকা জব্দ করা হয়।
 

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মুনজিতপুরস্থ একাডেমি মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।  

আটকরা হলেন- শহরের দক্ষিণ পলাশপোলের শরীফুল ইসলাম, কলারোয়ার শাহীন হোসেন, মধ্য কাটিয়ার আব্দুর রাজ্জাক, লস্করপাড়ার মাহমুদুল হক, কলারোয়ার আলাউদ্দিন সরদার, পুরাতন সাতক্ষীরার কামরুজ্জামান, আশাশুনির সাইফুল ইসলাম, কালিগঞ্জের জালাল সরদার ও মধ্য কাটিয়ার গোলাম রব্বানী।

 

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ