ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দলের দোহাই দিয়ে কেউ ছাড় পাবে না: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
দলের দোহাই দিয়ে কেউ ছাড় পাবে না: শিল্পমন্ত্রী

নরসিংদী: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, যেকোনো ধরনের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো দুর্নীতিবাজ এই দলের নয়। দলের দোহাই দিয়ে কেউ ছাড় পাবে না।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে দুর্গাপূজার জন্য বিভিন্ন মণ্ডপে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, যে দুর্নীতিবাজ সে সমাজ ও দেশের চোখে অপরাধী।

আর অপরাধীর কোনো দল নেই।  

মন্ত্রী আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এবার পূজাতে বিভিন্ন মণ্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। কোনো সন্ত্রাস জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। সবাই শান্তিতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবে।

মনোহরদী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ