ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জনগণের স্বার্থেই রাজনীতি করি: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
জনগণের স্বার্থেই রাজনীতি করি: শিল্পমন্ত্রী

নরসিংদী: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমরা জনগণের স্বার্থেই রাজনীতি করি। সরকারও জনগণের স্বার্থ দেখে। জনগণের স্বার্থের বাইরে আমরা কোনো কাজ করবো না।।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নরসিংদী বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদী খননকাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

খননকাজ পরিদর্শনে গিয়ে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, নদী খননকাজ করতে হবে।

নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। আগের মতো করে এখনও যেন এ অঞ্চলের মানুষ ব্যবসায়ের জন্য সড়ক যোগাযোগের পাশাপাশি নদী পথে পণ্য আনা-নেওয়া করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর যাদের জমি নদী ভাঙনে বিলীন হয়ে গেছে, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে।

পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- মনোহরদী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, বেলাবো থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নরসিংদী জেলা পরিষদের সদস্য তামান্ন আক্তার ও অ্যাডভোকেট শহীদুল্লাহ, বিন্নবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ মিয়া, পাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল ভূঁইয়া জামান, বিন্নবাইদ ইউনিয়নের সাধারণ সম্পাদক এম জহিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ