ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রাজবাড়ীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
রাজবাড়ীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে দুই গ্রুপের সংঘর্ষে রেজাউল করিম (৩৫) নামে এক কর্মী নিহত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাউলজানি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রেজাউল করিম দেবগ্রাম ইউনিয়নের মোবারক মোল্লার ছেলে।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার দেবগ্রাম ইউপির ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান হাফিজুল ও সাবেক চেয়ারম্যান আতর আলী সরদারের দুই গ্রুপের মধ্য সংঘর্ষ বাধে। এতে হাফিজুল গ্রুপের কর্মী রেজাউলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ