ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের নেতা বহিষ্কার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের নেতা বহিষ্কার

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসাইন মনিকে সংগঠনে অনুপ্রবেশ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাথরঘাটা উপজেলা সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স্বাক্ষরে তাকে অব্যাহতি দেওয়া হয়।

ওই পদে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকি বিল্লাহকে জয়কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এনামুল হক মনিকে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ে।

তবে এ বিষয় সদ্য বহিষ্কার হওয়া এনামুল হক মনিকে একাধিকবার ফোন করা হলে রিসিভ না করায় তার কোনো মতামত নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ