ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কুষ্টিয়ায় কৃষকলীগের লাভলু সভাপতি, মমিন সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
কুষ্টিয়ায় কৃষকলীগের লাভলু সভাপতি, মমিন সম্পাদক কুষ্টিয়ায় কৃষকলীগের লাভলু সভাপতি, মমিন সম্পাদক

কুষ্টিয়া: কুষ্টিয়ায় জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কুষ্টিয়া জেলা শাখা কৃষকলীগের সভাপতি হিসেবে মকবুল হোসেন লাভলু ও সাধারণ সম্পাদক হিসেবে এম এ মমিন মণ্ডল মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আ ক ম সরওয়ার জাহান বাদশা, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল হক রেজাসহ জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ