ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনায় যুবলীগ নেতার গাড়িতে বোমা হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
খুলনায় যুবলীগ নেতার গাড়িতে বোমা হামলা এ গাড়িতে হামলা চালানো হয়

খুলনা: খুলনার খানজাহান আলী থানা যুবলীগের সভাপতি সাজ্জাদুর রহমান লিংকনের গাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান লিংকন।

তিনি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানও।

বাংলানিউজকে সাজ্জাদুর রহমান লিংকন বলেন, শুক্রবার সন্ধ্যায় একটি সভা থেকে ফেরার পথে তেলিগাতি এলাকায় পৌঁছলে আমাকে লক্ষ্য করে আমার ঢাকা মেট্রো-গ ৪৩-০০৯৭ গাড়িতে হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়ির সামনের অংশে আঘাত করে। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এমআরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ