ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নলডাঙ্গায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
নলডাঙ্গায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আব্দুল জব্বার মিনাকে সভাপতি ও এসএম আশরাফুজ্জামান মিঠুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌহিদুর রহমান ঝরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

বিশেষ অতিথি ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

এছাড়াও নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মণ্ডল, সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর  ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ