ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পাবনায় জুয়া খেলার সময় আ’লীগ নেতাসহ আটক ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
পাবনায় জুয়া খেলার সময় আ’লীগ নেতাসহ আটক ১২

পাবনা: পাবনায় জুয়া খেলার সময় আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমসহ ১২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, বুধবার (২৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযানে যায় পুলিশ। অভিযানে জুয়া খেলার সময় ১২ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।

আটকদের মধ্যে- লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলামসহ ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ