ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লোহাগড়ায় আ’লীগের সম্মেলনে থাকবেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
লোহাগড়ায় আ’লীগের সম্মেলনে থাকবেন মাশরাফি

নড়াইল: বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা তার নিজ নির্বাচনী এলাকা লোহাগড়ায় আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত থাকবেন।

সবকিছু ঠিক থাকলে শনিবার (২৬ অক্টোবর) রাতে ঢাকা থেকে নড়াইলে আসবেন মাশরাফি।

রোববার (২৭ অক্টোবর) লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে মাশরাফির।

লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক রুপক মুখার্জি বাংলানিউজকে বলেন, সম্মেলনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। সম্মেলন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ আমেজ বিরাজ করছে। বিশেষ করে মাশরাফি উপস্থিত থাকবেন এমন খবরে নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।  

মাশরাফি ছাড়াও কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। লোহাগড়া পাইলট স্কুলের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ