ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দেশে ‘কিছু ঘটাতে’ সব শক্তি ‘খেলা’ শুরু করেছে: শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
দেশে ‘কিছু ঘটাতে’ সব শক্তি ‘খেলা’ শুরু করেছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি জায়গায় নিতে চাইছেন। তিনি আইনের শাসন দিতে চাইছেন। অথচ ‘সব শক্তি’ একসঙ্গে ‘খেলা শুরু’ করেছে। এই শক্তির সঙ্গে দুর্নীতিবাজদের টাকাও যোগ হয়েছে। দেশে একটা ‘কিছু ঘটানোর’ চেষ্টা করা হচ্ছে।

সোমবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান ও অধুনালুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান।

শামীম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালো মানুষ হও। ভালো মানুষ হতে হলে ভালো ফলাফল করতে হবে। যদি জীবনে কিছু করতে চাও, সবার আগে মা-বাবার প্রতি দায়িত্ব পালন করো। দ্বিতীয়ত হচ্ছে সমাজের জন্য দায়িত্ব পালন করো, তৃতীয়ত হচ্ছে দেশের জন্য কিছু করো।

তিনি বলেন, প্রতিটি ছাত্র-ছাত্রীর মা-বাবার উচিত তাদের বাচ্চাদের ভেতরে ধর্মের অনুভূতি ঢুকিয়ে দেওয়া। ধর্ম মানুষকে সুন্দর করে। ধর্ম মানুষকে সমৃদ্ধ করে। প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শিখায়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ