ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিসিসি’র কাউন্সিলরকে আ’লীগের সদস্যপদ থেকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
বিসিসি’র কাউন্সিলরকে আ’লীগের সদস্যপদ থেকে অব্যাহতি

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাকে মহানগর আওয়ামী লীগের সদস্যপদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সদস্যপদ থেকে সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে তাকে বরিশাল মহানগরের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, সম্প্রতি বরিশাল আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকায় নাম আসে মহানগর আওয়ামী লীগের সদস্য তৌহিদুল ইসলাম বাদশার।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ