ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা আলতাফ হোসেনের (২০) মৃত্যু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে, বেলা ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

আলতাফ হোসেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার শাইবার গ্রামের নাদের আলীর ছেলে। তিনি ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।  

এ ঘটনায় সুমন (২০) নামে আরও একজন আহত হন। তিনি উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের নাজির উদ্দিনের ছেলে।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, সোমবার বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে আলতাফ ও সুমন কাঁঠালবাড়িয়া থেকে আমগাছি বাজারে আসছিলেন। পথে চৌপুকুরিয়া তেলিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফ হোসেন মারা যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ