ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল-সম্পাদক কাজিউল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল-সম্পাদক কাজিউল

কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নজরুল ইসলাম সভাপতি ও কাজিউল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পুরাতন পৌর টাউন হলে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল।

সম্মেলনে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী, সহ-সভাপতি চাষী করিম, যুগ্ম-সম্পাদক শেখ বাবুল, সাংগাঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, আবুল কালাম আজাদ প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ সমর্থনে পুনরায় নজরুল ইসলামকে সভাপতি ও কাজিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এফইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ