ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি হিসেবে শেখ হাসিনা দেশ শাসন করছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি হিসেবে শেখ হাসিনা দেশ শাসন করছেন

বাগেরহাট: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, বিএনপি-জামায়াত রাজাকাররা বাংলার মাটিতে কবর হয়ে গেছে। ওই অশুভ রাজনৈতিক শক্তিকে আর এ দেশে মাথা চাড়া দিয়ে উঠতে দেব না। এরপরেও যদি কেউ উঠতে চায়, তাহলে বঙ্গোপসাগরের নিচে নিক্ষেপ করা হবে।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে মোরলেগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি হিসেবে শেখ হাসিনা দেশ শাসন করছেন।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা যারা তৃণমূলে দলের প্রতিনিধিত্ব করেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে নিজেদের কোন্দলে দলে যেন কোনো অনুপ্রবশেকারী ঢুকতে না পারে।

এর আগে, উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাগরেহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু।

সভা শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং এম এমদাদুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা,  নভেম্বর ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ