ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ডেঙ্গুজ্বরে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
ডেঙ্গুজ্বরে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু আল মামুন আলম

খুলনা: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মামুন আলমের (৪২) মৃত্যু হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদার জানান, প্রায় এক সপ্তাহ ধরে আল মামুন আলম ডেঙ্গুজ্বরে ভুগছিলেন।

রোববার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে খুমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আল মামুন আলম সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মৃত দাউদ মোল্লার ছেলে।

বাংলাদেশ সময়:  ১২৩২ ঘণ্টা,  নভেম্বর ২৫, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ