ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সৈয়দপুর উপজেলা আ’লীগের সভাপতি বাদল, সম্পাদক মহসিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
সৈয়দপুর উপজেলা আ’লীগের সভাপতি বাদল, সম্পাদক মহসিন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে আখতার হোসেন বাদল সভাপতি ও মহসিনুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২০১৯-২১ মেয়াদে দায়িত্ব পালন করবেন তারা।


 
জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, গত ২২ অক্টোবর উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। এতে কাউন্সিলর তৈরি নিয়ে অভিযোগ ওঠাসহ বিভিন্ন কারণে সেদিন শীর্ষ পদের নেতাদের নামপ্রকাশ করা হয়নি।
 
তিনি বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে বুধবার বিকেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ