ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিরাজগঞ্জ: সম্মেলনের প্রায় ১৬ মাস পর সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (২৭ নভেম্বর) আহসান হাবিব খোকাকে সভাপতি ও আব্দুল্লাহ বিন আহম্মেদকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা।

তিনি বলেন, বুধবার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ২১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দিয়েছেন। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।     

২০১৮ সালের ৭ মে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আহসান হাবিব খোকা সভাপতি ও আব্দুল্লাহ বিন আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের প্রায় ১৬ মাস পরে পূণাঙ্গ কমিটি গঠন করা হলো।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ