ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পীরগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি ইমদাদুল, সম্পাদক বিপ্লব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
পীরগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি ইমদাদুল, সম্পাদক বিপ্লব

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ঠাকুরগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ও কাউন্সিল অধিবেশনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু।  

বাংলানিউজকে তোজাম্মেল হক মঞ্জু জানান, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন দলীয় কাউন্সিলররা।

এতে ৩৯৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

এর আগে, সকালে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য  রমেশ চন্দ্র সেন।  

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী, সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ।  

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন।

** সম্মেলন ঘিরে পীরগঞ্জে সাজ সাজ রব

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ