ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ব্যাট হাতে এ কোন কামরান!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
ব্যাট হাতে এ কোন কামরান!

সিলেট: শুরুতে সিলেটের কালিঘাট আঞ্চলিক শাখা ছাত্রলীগ পরে সদর উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে মহানগর আ’লীগের শীর্ষ পদ সামলে আছেন কেন্দ্রের দায়িত্বে। সামলেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বও। বলছিলাম সিলেট আওয়ামী লীগের ‘প্রাণ ভোমরা’ বদর উদ্দিন আহমদ কামরানের কথা। দল মত নির্বিশেষে সিলেটজুড়ে গ্রহণযোগ্য আওয়ামী লীগের এ নেতা এবার ক্রিকেট ব্যাট হাতে দেখালেন ঝলক, বল পাঠালেন মাঠের বাইরে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নগরের আলিয়া মাঠে শিশুদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন আওয়ামী লীগের এ নেতা।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্রিকেট, ফুটবল খেলার পাশাপাশি ঘুড়ি উড়ানোর প্রতি আমার আকর্ষণ রয়েছে।

আজকে মাদরাসা মাঠে গিয়ে শিশুদের খেলা দেখে নিজেকে আর সামলাতে পারিনি। তাই ব্যাট হাতে খেলেছি কিছু সময় শিশুদের সঙ্গে।

১৯৭২ সালে ছড়ারপাড় ও কালিঘাট নিয়ে গঠিত আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ছিলেন কামরান। এরপর সাধারণ সম্পাদক ছিলেন সদর থানা ছাত্রলীগেরও। পরে নেতৃত্ব দেন শহর যুবলীগের। ১৯৭৩ সালে তিনি পৌর কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৭৫ সালে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে মহানগরের সভাপতির দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তিনি।

২০০৩ সালের জুনে প্রথম সিটি নির্বাচনে বিজয়ী হন কামরান। এর আগে ২০০১ সালে ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তন নিয়ে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে প্রথম মেয়র (ভারপ্রাপ্ত) হিসেবে ইতিহাসে নাম লেখান আওয়ামী লীগের এ নেতা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এনইউ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ