ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ.লীগের কমিটি: তরুণদের মধ্যে এগিয়ে আছেন যারা

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
আ.লীগের কমিটি: তরুণদের মধ্যে এগিয়ে আছেন যারা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হোসেন ও কেন্দ্রীয় সদস্য মির্জা আজম

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃত্বে তরুণ নেতাদের স্থান পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। বিষয়টি এখন দলের সব মহলেই আলোচনার কেন্দ্রে। 
 

আওয়ামী লীগের দুই দিন ব্যাপী এই জাতীয় সম্মেলন শুক্রবার (২০ ডিসেম্বর) শুরু হবে। শনিবার (২১ ডিসেম্বর) দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা হবে।

 

দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ নেতাদের জায়গা দিতে চান। এছাড়া বর্তমান কমিটিতে যে তরুণরা ভালো করছেন তাদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চান।  

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলের ৮১ সদস্যের কমিটিতে প্রায় ২৫ জন তরুণ নেতাকে স্থান দেওয়া হয়েছিল। এদের অধিকাংশই সাবেক ছাত্রনেতা। সেই ধারাবাহিকতায় এবারও সাবেক ছাত্রনেতাদের মধ্যে যারা দীর্ঘ দিন ধরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তারা এবার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্ব পাবেন।

কেন্দ্রীয় কমিটিতে থাকা তরুণ নেতাদের আরও গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। এদের মধ্যে এগিয়ে আছেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বর্তমান কমিটিতে আসার পর দেলোয়ার হোসেন দায়িত্ব পালনে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন বলে আলোচনা আছে। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ইতোমধ্যে কাজের আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। নতুন কমিটিতে দেলোয়ার হোসেন আরও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন।  

বিপ্লব বড়ুয়া দপ্তরিক কাজে দক্ষতার পরিচয় দিয়েছেন বলে দলের শীর্ষপর্যায়ে সমাদৃত। নতুন কমিটিতে তার পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়া উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, মির্জা আজম, আনোয়ার হোসেন আরও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন।  

এদিকে আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী সংসদে নতুন মুখ হিসেবে আরও যাদের নাম আলোচনায় উঠে এসেছে তারা হলেন- ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দিন হাছান চৌধুরী, বাহাদুর বেপারী, মাহমুদ হাসান রিপন, সা‌বেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের সা‌বেক নেতা সুভাস সিংহ রায়, মহিউদ্দিন হেলাল, সাজ্জাদ সাকিব বাদশা, সালাহ উদ্দিন মাহমুদ চৌধুরী, সাইফুদ্দিন নাসির, প্রশান্ত ভূষণ বড়ুয়া, শাহজাদা মহিউদ্দিন, কামরুজ্জামান আনসারী, মঞ্জুরুল লাভলু, ইশতিয়াক শীমুল, দীপক কুমার, মমতাজ উদ্দীন মে‌হেদী, খলিলুর রহমান, না‌সিম আল মুমিন রুপক, অসীত বরণ বিশ্বাস, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম রাজ্জাক, মাজহারুল ইসলাম মানিক, জয়দেব নন্দী, শ‌ফি আহ‌ম্মেদ, আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন, তারেক সামস হিমু, সাজ্জাত হোসেন প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বাংলানিউজকে বলেন, ‘কে আসবেন কারা আসবেন সেটা বলতে পারবো না। এটা জানেন নেত্রী। আমরা যেটা জানি সেটা হচ্ছে, কেন্দ্রীয় কমিটিতে তরুণ ও নারীদের সংখ্যা বাড়বে। ’
 
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসকে/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ