ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
আ’লীগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কাজ চলছে দলের নতুন নেতৃত্ব নির্বাচনের।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন দলের সভাপতি শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই দলের নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।

ঘোষণা অনুযায়ী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় ভোট ও স্থানীয় সরকার মনোনয়ন ভোট বিলুপ্ত হয়ে গেছে।

অন্যদিকে নতুন নেতৃত্ব নির্বাচনে কাজ করছে ৩ সদস্যের নির্বাচন কমিশন। তারা হলেন- কমিশনের চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন এবং সদস্য হিসেবে ড. মশিউর রহমান ও অধ্যাপক সাইদুর রহমান।

এদিকে কাউন্সিল অধিবেশনে অংশ নিয়েছেন প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর। এর বাইরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের রাস্তায়, রমনা পার্কে, শাহবাগে, টিএসসি ও বাংলা একাডেমি এলাকায় দলের হাজার হাজার নেতাকর্মী-সমর্থক অবস্থান করছেন নতুন নেতৃত্ব জানতে। সবার অপেক্ষাই এখন ঘোষণার দিকে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এসকে/এমইউএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ