ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে জাসদের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে জাসদের অভিনন্দন

ঢাকা: আওয়ামী লীগের পুননির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে জাসদের কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এ শুভেচ্ছা জানান।  

অভিনন্দন বার্তায় হাসানুল হক ইনু ও শিরীন আখতার আওয়ামী লীগের পুননির্বাচিত সংগ্রামী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সংগ্রামী জননেতা ওবায়দুল কাদের এবং নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

জাসদ নেতা বলেন, পুননির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ