ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জাহাঙ্গীর কবির নানক হাসপাতালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
জাহাঙ্গীর কবির নানক হাসপাতালে

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে।

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখানে এনজিওগ্রাম করে তার হার্টে দুইটি ব্লক পাওয়া যায়। এরমধ্যে একটিতে ইতোমধ্যে রিং পরানো হয়েছে। বাকি ব্লকে রিং না পরালেও চলবে বলে জানিয়েছেন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসকে/এসএইচএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ