ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না: খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। রহনপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পর্দাপণ করেছে। এদেশ স্বাধীন না হলে আমরা কেউ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। এছাড়াও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিলউদ্দিন আহমেদ শিমুল, মহিলা সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, সাবেক  সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, এরফান গ্রুপের পরিচালক এরফান আলী প্রমুখ।

খেলা শেষে ঘোড়দৌড় প্রতিযেগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এরআগে, ‍দুপুরে খাদ্যমন্ত্রী সদর উপজেলার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ