ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শেরপুরে ইউপি উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী নাজমুন জয়ী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
শেরপুরে ইউপি উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী নাজমুন জয়ী 

শেরপুর: শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুন নাহার ৭ হাজার ৯৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) রাত আটটায় শেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বেসরকারিভাবে নাজমুন নাহারের নির্বাচিত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নির্বাচিত নাজমুন নাহারই জেলার প্রথম নারী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান শামীম চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৭৭ ভোট। এছাড়া ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা মো. সুরুজ্জামান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৯৫ ভোট ও অপর প্রার্থী আফছর আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাতশালা ইউনিয়নের ১০টি কেন্দ্রের ৬২টি বুথে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৮৬ জন। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ২৭ জন ও পুরুষ ভোটার ১১ হাজার ৭৫৯ জন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৬ শতাংশ। এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।

সম্প্রতি এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ