ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

এমপি আব্দুল মান্নানের অবস্থা অপরিবর্তিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এমপি আব্দুল মান্নানের অবস্থা অপরিবর্তিত

বগুড়া: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় আব্দুল মান্নানকে। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

আরও পড়ুন>> এমপি আব্দুল মান্নান লাইফ সাপোর্টে

সংসদ সদস্য আব্দুল মান্নানের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানতে চাইলে ল্যাবএইড হাসপাতালে অবস্থানরত আওয়ামী লীগের সারিয়াকান্দি উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলানিউজকে বলেন, এমপি সাহেবের অবস্থা আগের মতো আছে। সংসদ সদস্য মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান এবং ছেলে সাখাওয়াত হোসেন সজল হাসপাতালেই অবস্থান করছেন। বাবার অসুস্থতার খবর শোনার পর যুক্তরাষ্ট্রে থাকা মেয়ে মহিরা মান্নানও দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ