ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ধর্ম নিয়ে রাজনীতি করছে বিএনপি: খালিদ মাহমুদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ধর্ম নিয়ে রাজনীতি করছে বিএনপি: খালিদ মাহমুদ

পঞ্চগড়: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করছে বিএনপি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারা বার বার ধর্ম ব্যবহার করছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের গহিমন নেছা দাখিল মাদ্রাসার চারতলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি বলেছিল উলুধ্বনি শোনা যাবে মসজিদে।

আমরা কি কোনোদিন শুনেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ বছর ধরে ধারাবাহিকভাবে ক্ষমতায় আছেন। এর আগে পাঁচ বছর ছিলেন। কখনও আপনারা মসজিদে উলুধ্বনি শুনেছেন, শুনিনি। আসলে বিএনপি সঠিক ইসলামের ধারক-বাহক না। এরা ইসলামকে ব্যবহার করেছে।

খালিদ মাহমুদ বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ৯০ ভাগ মানুষকে তারা বিপথগামী করার চেষ্ঠা করেছে। কিন্তু ফাইনালি তারা পারেনি।

গহিমন নেছা দাখিল মাদ্রাসার সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ