ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

অবশেষে স্থগিত গাংনী উপজেলা ছাত্রলীগ কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
অবশেষে স্থগিত গাংনী উপজেলা ছাত্রলীগ কমিটি

মেহেরপুর: নেতাকর্মীদের লাগাতার আন্দোলনের মুখে অবশেষে স্থগিত করা হয়েছে ছাত্রলীগের মেহেরপুরের গাংনী উপজেলা কমিটির সব ধরনেন সাংগঠনিক কার্যক্রম। 

একইসঙ্গে দুই সদস্যের কমিটি গঠন করে ঘটনা তদন্তের মাধ্যমে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফুজ্জামান আল ইমরান ও সোহান খান এই কমিটির সদস্য।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই উপজেলা কমিটিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাংগাঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন ও সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল গাংনী উপজেলা কমিটি অনুমোদন দিলে এতে বিশৃঙ্খলা সৃষ্টি। পরে কমিটি বাতিলের দাবিতে আন্দোলন নামেন সংগঠনির সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ