ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বরিশালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
বরিশালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সভা

বরিশাল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ। 

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টায় নগরের সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  

জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীরসহ অন্যরা।

 

এছাড়া সভায় আওয়ামী লীগের নেতারা ছাড়াও দলীয় জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা উপস্থিত ছিলেন।  

সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ছাড়াও দলীয় বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ