ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মুজিববর্ষের প্রস্তুতি নিতে আ’লীগের সভা বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
মুজিববর্ষের প্রস্তুতি নিতে আ’লীগের সভা বৃহস্পতিবার আওয়ামী লীগ

ঢাকা: মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার (৫ মার্চ) ধারাবাহিক মতবিনিময় সভা করবে আওয়ামী লীগ।

এই দিন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণে ও ঢাকার পার্শ্ববর্তী জেলার নেতাদের সঙ্গে দুইটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এরপর বিকেল ৫টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসব সভায় মুজিববর্ষের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য নির্দেশ দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) দলের সহযোগী সংগঠনের নেতারাসহ ঢাকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ