ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলেন আ’লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলেন আ’লীগ নেতা

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কেন্দার মির্জা শামীম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার চরএলাহী গ্রামের কৃষক সুলতান মিয়ার ১২০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন তিনি। একই সময় সুলতান মিয়া ছাড়াও একই গ্রামের শাহাবুদ্দিন নামে আরেকজন কৃষকের ১০০ শতাংশ ধান কেটে দেওয়া হয়।

কৃষক সুলতান মিয়া বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘোষিত লকডাউন থাকায় শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার কোনো ব্যবস্থা করতে পারছিলাম না। এ সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা ইস্কেন্দার মির্জা শামীমসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ নেতা ইস্কেন্দার মির্জা শামীম বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের কারণে চলতি মৌসুমে অন্য জেলা থেকে শ্রমিক না আসায় বিপাকে পড়েছেন সাধারণ কৃষকরা। ক্ষেতে ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে তা ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার ব্যবস্থা করছি আমরা। কোনো অসহায় কৃষক যদি টাকার অভাবে ধান কাটতে না পারে তাহলে আমাকে জানালে আমি নিজের অর্থায়নে তার ধান কেটে দেওয়ার ব্যবস্থা করবো।  

তিনি আরও জানান, আজ থেকে প্রতিটি ওয়ার্ডে কমিটি করে আমাদের উপজেলা, পৌরসভা, কলেজ, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার সকল সাধারণ কৃষকের ধান সম্পূর্ণভাবে কেটে ঘরে তুলে দেওয়া হবে। সকল কৃষকের ধান কেটে ঘরে না তোলা পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সম্পাদক আল মামুন, চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাহাব উদ্দিন, চরএলাহি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম এবং চরএলাহি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ