ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

২৫০০ পরিবারের মধ্যে যুবলীগের চাল বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, মে ১৬, ২০২০
২৫০০ পরিবারের মধ্যে যুবলীগের চাল বিতরণ

ঢাকা: যুবলীগ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ৬৫টি ওয়ার্ডে ২৫০০ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে ) গুলশান, কালাচাঁদপুর স্কুল মাঠে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল ও সাবেক কার্যনির্বাহী সদস্য ব্যারিষ্টার শেখ ফজলে নাঈমের উদ্যোগে চাল বিতরণ করা হয় ৷

চাল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ৷

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ সভাপতি সাব্বির আলম লিটু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন খসরু যুবলীগ নেতা মফিজুর রহমান মিলন, মনিরুল ইসলাম হাওলাদার, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, রাশেদুল হাসান সুপ্তসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৬, ২০২০
এসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ