ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

এবার করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, জুন ৭, ২০২০
এবার করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর  বীর বাহাদুর উশৈসিং

ঢাকা: এবার দেশের মন্ত্রী সভায় আঘাত হেনেছে কোভিড-১৯ করোনা ভাইরাস। মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বর্তমান মন্ত্রিসভার কোনো সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। 

শনিবার(৬ জুন) রাতে বিষয়টি হওয়া যায়। মন্ত্রী বর্তমানে বান্দরবানে তার বাসভবনে আছেন।

তবে রোববার(৭ জুন) তাকে হেলিকপ্টারে করে রাজধানী ঢাকায় আনার কথা রয়েছে।  

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে আনা হতে পারে জানা গেছে।  

টানা ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন বীর বাহাদুর। ১৯৯১ সালে বান্দরবান (৩০০ নম্বর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।  

এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।  

বাংলাদেশ সময় ০৪৩৫ ঘণ্টা, জুন ০৭, ২০২০

এস এইচ এস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ