ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

চৌহালীতে বজ্রপাতে যুবলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ১০, ২০২০
চৌহালীতে বজ্রপাতে যুবলীগ নেতার মৃত্যু নুরন্নবী জোয়ার্দার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে বজ্রপাতে নুরন্নবী জোয়ার্দার (৪০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ সময় তার ছেলে জাহিদ (১৩) আহত হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে উপজেলার এনায়েতপুর থানাধীন স্থল ইউনিয়নের দিঘলকান্দি চরে এ ঘটনা ঘটে।

মৃত নূরন্নবী ওই গ্রামের বাসিন্দা ও স্থল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) কে এম রাকিবুল হুদা জানান, সকালে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাইরে রাখা গরু গোয়ালে তোলার জন্য ছেলেকে নিয়ে বের হন নূরন্নবী। এ সময় বজ্রপাতে নূরন্নবী ও তার ছেলে জাহিদ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নূরন্নবীকে মৃত ঘোষণা করেন। আহত ছেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ