ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনায় স্বল্প পরিসরে আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুন ২৩, ২০২০
খুলনায় স্বল্প পরিসরে আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খুলনা: করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এ উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।

সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ জাতীয় চার নেতা ও দলের প্রয়াত এবং বর্তমান নেতাদের ত্যাগের কথা গভীরভাবে স্মরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এমআরএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ