ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়া-১ আসনের উপ-নির্বাচন ঘিরে আ. লীগের বর্ধিত সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
বগুড়া-১ আসনের উপ-নির্বাচন ঘিরে আ. লীগের বর্ধিত সভা

বগুড়া: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ-নির্বাচন উপলক্ষে সারিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ. লীগের সভাপতি ও বগুড়া-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান।

সভায় সাহাদারা মান্নান বলেন, নির্বাচনে কে আসলো আর কে বয়কট করলো তাতে আমাদের কিছু যায় আসে না। নির্বাচনে অংশ নিলে বিএনপি হেরে যেত জেনেই বয়কট করেছে।

আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান মিন্টু, এস এম শাজাহান, মাশরাফি হিরো, মমতাজুর রহমান মণ্ডল, রেজাউল করিম মন্টু, অধ্যক্ষ শাহাদত হোসেন, আব্দুর রশিদ ফারাজি, গোলাম মোস্তফা টুকু, আব্দুল খালেক দুলু, মতিয়ার রহমান মতি, মামুনুর রশিদ হিমু, ইউনিয়ন আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
কেইউএ/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ