ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বাহরাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

বাহরাইন: বাহরাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে জাহাঙ্গীর মিয়া (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব খরচে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।



জানা যায়, জাহাঙ্গীর মিয়া ময়মনসিংহ জেলার দোবাউড়া থানার কাতাল কুশি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম কালা মিয়া। জাহাঙ্গীর মিয়ার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নম্বর-৭০০১২৬৬৬০। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। মরহুমের লাশ বর্তমানে সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব খরচে জাহাঙ্গীর মিয়ার মরদেহ দেশে পাঠানো হবে হবে বলে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ