ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

শেখ হাসিনা সর্বদা হাস্যোজ্বল ও বন্ধুভাবাপন্ন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
শেখ হাসিনা সর্বদা হাস্যোজ্বল ও বন্ধুভাবাপন্ন

বাহরাইন: শেখ হাসিনাকে সর্বদা হাস্যোজ্জ্বল ও বন্ধুভাবাপন্ন বলে মন্তব্য করেছেন বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাহরাইনের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান তার সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।


 
এদিন গুদাইবিয়া প্যালেসে প্রধানমন্ত্রীর সদর দফতরে স্হানীয় সময় সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত কে এম মমিনুর রহমান।
 
বৈঠকে বাহরাইনের প্রধানমন্ত্রী বাংলাদেশিদের সততা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি বাংলাদেশিদের ভালোবাসেন এবং আধুনিক বাহরাইন বিনির্মাণে বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে বাহরাইন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পারস্পারিক সম্পর্ক জোরদার ও একে অপরের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

বাহরাইনের প্রধানমন্ত্রী যেকোনো বিষয়ে রাষ্ট্রদূতকে তার শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ