ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বৈশাখী মেলা রাত ১২টা পর্যন্ত

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মে ২, ২০১৫
বাহরাইনে বৈশাখী মেলা রাত ১২টা পর্যন্ত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

বাহরাইন: বাহরাইনে দুই দিনব্যাপী বৈশাখী মেলা স্টল মালিক ও প্রবাসীদের অনুরোধে রাত ৮টার পরিবর্তে একটানা রাত ১২টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবারই মেলার শেষ দিন।

মেহেদী হাসান বলেন, বছরের এ একটি মেলাতে বাহরাইনের সব প্রবাসী বাঙালিরা এক হন। মেলায় হাজারো প্রবাসীর অংশগ্রহণ তাই প্রমাণ করে। এজন্য সবার অনুরোধে আজকের মেলা রাত ১২টা পর্যন্ত চলবে।

এদিকে মেলার প্রথম দিন থেকেই প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় ছিল মেলাতে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ০২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ